ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

বেনাপোলে পিস্তল ও গুলি উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৩, ৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার সকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।   

যশোর ৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অস্ত্র পাচারকারী ভারত থেকে অস্ত্র নিয়ে ঘিবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।  

এমন সংবাদের ভিত্তিতে ঘিবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল মালেকের নেতৃত্বে ৩নং ঘিবা মাঠ নামক স্থান দিয়ে একজন অজ্ঞাত লোক ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাকে ধাওয়া করলে সে একটি কালো রং এর পলিব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।  

ঘটনাস্থল হতে টহল দল পলিব্যাগটির ভিতর থেকে একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃত অস্ত্র এবং গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি